জোরপূর্বক সিল : আবারো ভোট স্থগিত
ভোটের আগের দিন রাতে নোয়াখালীর সেনাবাগ উপজেলার নবীরপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মারায় সকাল ৮টার আগে ভোটগ্রহণ স্থগিত করেছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ভোটের আগের দিন রাতে বেগমগঞ্জ উপজেলার রগুনাথপুর ও জমিদারহাটে ব্যাপক সংঘর্ষ হয়। 
জেলা নির্বাচন অফিসার মনির হোসেন জানান, ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রহণ করতে এবার আগের চেয়ে আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত র্যাব, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন।
প্রসঙ্গত, নোয়াখালীর ৮ উপজেলার ৪৮টি ইউনিয়নের ১২৮টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মিজানুর রহমান/এফএ/এমএস