ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় ফের নির্বাচনের দাবি বিএনপির

প্রকাশিত: ০৭:১৯ এএম, ৩১ অক্টোবর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনঃভোট বর্জন করে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল্লাহ্ ভূইয়া। সোমবার দুপুর ১২টায় আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজনদের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি, ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেয়াসহ নানা অভিযোগ করে এ ঘোষণা দেন।

বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল্লাহ্ ভূইয়া বলেন, নির্বাচনের আগের দিন রাতে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের লোকজন বিএনপির এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নভাবে হুমকি দেন তারা যেন ভোটকেন্দ্রে না যান। সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে আমার কোনো এজেন্টদের দেখতে পাইনি।

এছাড়া আওয়ামী লীগ প্রার্থীর লোকজন কোনো ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দিয়ে নিজেরাই ব্যালটে সিল মেরেছে। তাই আমি ফের মনিয়ন্দ ইউনিয়নের ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।

এসময় বিএনপি প্রার্থীর সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি