৫৩ ভোটে আ.লীগ প্রার্থী বিজয়ী
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫নং কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী মির্জা রাজিক বিজয় হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি ৫ হাজার ৩৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিীকধারী বিএনপির প্রার্থী মো. রমজান মিয়া পেয়েছেন ৫ হাজার ৩০২ ভোট।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসাইল উপজেলা কাশিল ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৯২ জন। এর মধ্যে ১০হাজার ১৮৮ জন পুরুষ ও ১১ হাজার ৪ জন নারী। ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, এ ইউনিয়নে গত পঞ্চম ধাপে ২৮ মে নির্বাচন হওয়ার কথা ছিল। সীমানা জটিলতা দেখিয়ে হাইকোর্টে রিট পিটিশন করায় প্রতীক বরাদ্দের পূর্ব মুহূর্তে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মিয়াকোর ওয়াশিং মেশিন কিনলেই ৪০ হাজার টাকার ১০ পণ্য ফ্রি
- ২ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ৩ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৪ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ৫ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’