ঝিনাইদহে ২ আ.লীগ প্রার্থীর জয়
ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, ৭ নং রায়গ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলী হোসেন অপু ৯২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, ৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দীন। ওই ইউনিয়নে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা