ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০১ নভেম্বর ২০১৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারাই নাসিরনগরের তাণ্ডবের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগরে হামলার শিকার মন্দির ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে এসে স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলীয় নির্দেশনা থাকে হিন্দু সম্প্রদায়েরর লোকজন যেন নির্বিঘ্নে পূজা করতে পারেন। আর সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মন্দির পাহারা দেন। সম্প্রতি দুর্গাপূজার সময়ও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্দির-মূর্তি পাহারা দিয়েছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের মন্দির পুনঃনির্মাণসহ সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এছাড়া যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আসে নাসিরনগর উপজেলা সদরে।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, কার্য নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু ও মারুফা আক্তার পপি। এসময় প্রতিনিধি দলের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর