ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যমুনার চরে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ১০:৩৮ এএম, ০১ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর নাটুয়ারপাড়া চরে ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুস সামাদ ও ছেলের বউকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় বৃদ্ধা ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। নিহত ফাতেমা বেগম উপজেলার নাটুয়ারপাড়া চরের রেহাইশুড়িবেড় গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় বৃদ্ধা ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়রা নিহতের ঘরে গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এএম/এবিএস