নোয়াখালীতে আ.লীগ ১২ বিএনপি ৫ স্বতন্ত্র ১ প্রার্থী জয়ী
নোয়াখালীতে ১৮টি ইউনিয়নের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ৮ বিএনপি ৩ এবং স্বতন্ত্র প্রার্থী ১ ইউনিয়নে জয়ী হয়েছেন। পাশাপাশি সেনবাগে আওয়ামীলীগ ১ বিএনপি ২ এবং কোম্পানিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ১ সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগ ১ এবং সদর উপজেলায় আওয়ামী লীগ ১ ইউপিতে বিজয়ী হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের কামাল হোসেন, জিরতলী আওয়ামী লীগ রফিকুল ইসলাম মিলন, দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবেদ হোসেন, রসুলপুর ইউনিয়নে নুরুল হোসেন সেলিম, আমাল্যাপুর ইউনিয়ন আলীগের আরিফুর রহমান, আলাইয়াপুর আওয়ামী লীগ আনিছুর রহমান, রাজগঞ্জ ইউনিয়নে সেলিম চৌধুরী, কুতুবপুর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন হিরন বিজয়ী হয়েছেন।
বেগমগঞ্জ উপজেলায় নরোত্তমপুর ইউনিয়নের বিএনপির হারুন রশিদ বাচ্ছু, হাজিপুর ইউনিয়নে বিএনপি তোবারক আলী জিন্নাহ, একলাশুর ইউনিয়নে বিএনপি খলিলুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এদিকে সেনবাগের উপজেলা কাদরা আওয়ামী লীগের কামরুজ্জামান পলাশ, বীজবাগে বিএনপির বাকের হোসেন কোম্পানি, কাবিলপুর ইউনিয়নে বিএনপির আনোয়ার হোসেন বাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর আওয়ামী লীগের নুরনবী চৌধুরী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নে আওয়ামী লীগের আক্তার হোসেন দুলু এবং সদর উপজেলার নেয়াজপুর আওয়ামী লীগের আমির হোসেন বাহদুর বেসরকাবিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও মোহাম্মদপুরে দক্ষিণ রাজাপুর সরকরি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থগিত হওয়ার কারণে এই দুই ইউনিয়নের চেয়ারম্যার পদে ভোট পুনরায় অনুষ্ঠিত হবে। এছাড়া আদালতে নির্দেশে বেগমগঞ্জ মিরওয়ারিশপুর ও সেনবাগের কেশারপাড়া ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
মিজানুর রহমান/এএম/আরআইপি