সিরাজগঞ্জে জামায়াত নেতা কারাগারে
ফাইল ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলায় জামায়াত নেতা মওলানা আব্দুস সাত্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জামায়াত নেতা সাত্তার আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের অবেদন করেন। জামিনের শুনানি শেষে আদালতের বিচারক জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিকেল ৪টার দিকে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মওলানা আব্দুস সাত্তার সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের সোলেখার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসী আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন জামায়াত নেতা মওলানা আব্দুস সাত্তার।
এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি