শৈলকুপায় ক্যানেল ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্যানেল ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে পানবরজ, হলুদ, ফলজ-বনজ ক্ষেতসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা ক্যানেল হঠাৎ ভেঙে যায়। এরপর রাতভর গ্রামটিতে পানি ঢুকতে থাকে। পানিতে শতাধিক কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয় ও পুকুরের মাছ ভেসে যায়। এতে কয়েকটি গবাদিপশুও মারা গেছে।
কাজীপাড়া গ্রামের আবুল কালাম জানান, হঠাৎ ঘরে ঢুকে পড়া পানিতে তাদের ৭টি ছাগল মারা গেছে।
ওই গ্রামের ফরিদ হোসেন ও লুৎফর রহমান জানান, ক্যানেলের পাড় ভেঙে পানি ডুকে পান বরজ, হলুদ ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেতের ক্ষতি হয়েছে। অনেক কৃষকের ফলজ-বনজ বাগানে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানান, তাদের ইউনিয়নের কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা ক্যানেলের কাজিপাড়া অংশের পাড় রাতে হঠাৎ ভেঙে গেছে। এতে গ্রামে রাতভর পানি ঢুকে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা উপ-বিভাগীয় প্রকৌশলী কনক কুমার বিশ্বাস জানান, পানির চাপে ক্যানেলের পাড় ভেঙে গেছে। এতে গ্রামটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা