ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তামাক নয় চা চাষ করুন

প্রকাশিত: ০২:২০ পিএম, ০১ নভেম্বর ২০১৬

লালমনিরহাটের মাটি চা চাষে উপযোগী। এই মাটিতে তামাক চাষ না করে সকলকে চা চাষের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

মঙ্গলবার দুুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব-বিছনদই গ্রামে সোমাটি এস্টেটের চা বাগান ও কারখানা পরিদর্শন শেষে চা-চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই পরামর্শ দেন তিনি।
 
তিনি বলেন, চা চাষে চাষিদের আরো আগ্রহী হতে হবে। চারারোপন থেকে শুরু করে চা গাছ পরিপক্ক হওয়া অবদি এর পিছনে শ্রম দিতে হবে।
 
সোমা টি এস্টেটের প্রসেসিং ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা চা বোর্ডের প্রকল্প পরিচালক আরিফ খান। চাষিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম, আহাদ আলী ও আমিনুর রহমান প্রমুখ।

রবিউল হাসান/এআরএ/আরআইপি