ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলগাজীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০১ নভেম্বর ২০১৬

ফেনীর ফুলগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  পরাজিত মেম্বার প্রার্থীর উপর হামলা, বাড়ি ভাঙচুর ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে । এতে পরাজিত প্রার্থীসহ ওই বাড়ির কমপক্ষে ৬ জন আহত হয়েছে।আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নির্বাচনী ফলাফলের পর সোমবার রাতে ও মঙ্গলাবার দুপুরে ফুলগাজীর গোসাইপুর গ্রামে  ৪ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল হকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম সরাসরি নেতৃত্ব দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি এম মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি  উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবেন না বলে জানান।

ফুলগাজি উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম তার নেতৃত্বে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, পরাজিত মেম্বার প্রার্থী একজন চিহ্নিত সন্ত্রাসী । তাকে জনগণ ভোটের মাধ্যমে প্রত্যখ্যান করায় সে গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে বিক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়িতে হামলা  করে।

ভুক্তভোগী মেম্বার প্রার্থী আব্দুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে গ্রামবাসীর সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নেয়ায় দলের উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম তার উপর ক্ষুব্ধ হন।এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান তার নিকট আত্মীয় জামায়াত নেতাকে মেম্বার পদে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত করেছে । পরে উপজেলা চেয়ারম্যান দলবল নিয়ে তার বাড়িতে হামলা , ভাঙচুর ও গুলিবর্ষণ করে বাড়ির লোকজন ও পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদেরকে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

জহিরুল হক মিলু/আরএআর/এবিএস