ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেলান্দহে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০১ নভেম্বর ২০১৬

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলার বরুঙ্গা এলাকায় জামালপুরগামী এক মোটরসাইকেল চালককে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালকের নাম নূর নবী খোকন। নিহত খোকন মেলান্দহ উপজেলার চাকদহ গ্রামের সাধু শেখের ছেলে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুভ্র মেহেদী/এএম/এবিএস