ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দুয়ায় লরি-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৪:০৯ এএম, ০২ নভেম্বর ২০১৬

নেত্রকোনার কেন্দুয়ায় লরি ও সিএনজির সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার রামপুর-গৌরীপুর সড়কের দলপা ইউনিয়নের বেখৈরহাটী এলাকায় কোক্কাখালী ব্রিজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দলপা ইউনিয়নের হোসেন নগর গ্রামের মৃত রমজান হাজীর ছেলে লুৎফুর রহমান (৪৫) তার মেয়েকে ময়মনসিংহে রেখে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লুৎফুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজন লরিটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

কামাল হোসাইন/এফএ/পিআর