ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ আটক ৪

প্রকাশিত: ০৫:২৯ এএম, ০২ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় সেখান থেকে বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর দুই ভাই সোহেল, সোহান রানা এবং একই গ্রামের কনক ও সাতক্ষীরার জামালকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১টি দেশীয় রিভলবার, ৪টি শার্টার গান, ও ৩শ ২১ বোতল ফেনসিডিল এবং ৭শ ৯৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয় বলে র‌্যাব দাবি করে।

এর আগে, গত ২৭ অক্টোবর বারোবাজার রেলওয়ে মাছের আড়ত থেকে বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ৫ জনকে মাদকদ্রব্য ও বোমাসহ আটক করে র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর