মহেশপুরে নারী মেম্বারকে লাঞ্ছনার অভিযোগ
ঝিনাইদহের মহেশপুরে ইউপি সদস্য পলাদ বাবুর বিরুেদ্ধে নারী মেম্বারকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলাও হয়েছে।
এলাকাবাসী ও লাঞ্ছনার শিকার ওই নারী মেম্বার জানান, গত ৩০ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে ওই নারী মেম্বার সাহেরা খাতুন ও পুরুষ মেম্বার পলাদ বাবু মিটিং শেষ করে সলেমানপুর বাড়ি ফেরার পথে চার পুকুর নামক স্থানে পৌঁছালে পলাদ সাহেরাকে কু-প্রস্তাব দেন ও লাঞ্ছিত করেন। এসময় সাহেরা পলাদ বাবুকে স্যান্ডেল পেটা করেন। তার চেচামেচিতে পলাদ দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করেন।
তবে পলাদ মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, সাহেরা তাকে অপমান করেছে।
সাহেরা খাতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার বিচার দাবি করেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিপ্লব বলেন, তারা অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা