ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা আর দেয়া হলো না রানার

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০২ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় রানা (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে করিমগঞ্জ-চামড়াবন্দর সড়কের নিয়ামতপুর রৌহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা নিয়ামতপুর ইউনিয়নের রৌহা সরকারবাড়ি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। সে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি শিক্ষার্থী ছিল।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রানা এবারের জেএসসি পরীক্ষার্থী। সকালে পরীক্ষায় অংশ নেয়ার জন্য একটি ট্রাক্টরে করে বাড়ি থেকে করিমগঞ্জ কলেজ কেন্দ্রে যাচ্ছিল সে। কিছুটা সামনে যাওয়ার পর নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হয় স্কুলছাত্র রানা।

তাকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এফএ/এমএস