নাটোরে ৮ অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার
নাটোরে শরীফ প্রামানিককে (১৮) ৮ ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-৫। এসময় অপহৃত শরীফ প্রামানিককেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বঙ্গোজল বাগানবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। অপহৃত শরীফ শহরের শতপলী এলাকার মৃত আসাদ প্রামানিকের ছেলে। আজ সকাল ১০টায় র্যাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সামনে আটকদের হাজির করা হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্প সিপিসি-২ এর এডিশনাল পুলিশ সুপার মিজানুর রহামান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার সময় ১০-১২ জন অপহরণকারী শরীফকে অপহরণ করে শহরের বঙ্গোজল বাগানবাড়িতে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শরীফের বড় ভাই শিহাব অপহরণকারীদের দাবিকৃত টাকার পরিবর্তে কাছে থাকা মাত্র ৮ হাজার টাকা নিয়ে তাদের দেওয়া ঠিকানায় গেলে শিহাবকে বেধড়ক মারপিট করে টাকা নিয়ে গিয়ে ভাইকে উদ্ধার করতে বলে তারা। পরে শিহাব র্যাবের শরণাপন্ন হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৫ শহরের বঙ্গোজল বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমসহ অপহরণকারী দলের ৮ সদস্যকে আটক করে।
এসময় ঘটনাস্থল থেকে দুটি চাকু, দুটি হাসুয়া, দুটি মোটরসাইকেল, মোবাইল সেট ৯টি, ১২টি সিম কার্ড, ৪টি লোহার রড, ২৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা জব্দ করা হয়।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস