নাসিরনগরের ওসি প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, প্রশাসনিক কারণে ওসি আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলার কারণে ওসি আবদুল কাদরকে প্রত্যাহারের দাবি করে ক্ষতিগ্রস্তরা।
Nasirnagar OC withdrawn
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর