খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে মালবাহী একটি ট্রেন লাইনচ্যূত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, নওয়াপাড়া থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে প্রবেশ করছিল।
এ সময় ট্রেনের একটি বগি লাইনচ্যূত হয়। এতে খুলনার সঙ্গে যশোরসহ সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে এটা কোনো নাশকতা নয়, প্রাথমিকভাবে এটি নিশ্চিত করে স্টেশন মাস্টার জানিয়েছেন, ওই লাইনটি দুর্বল হয়ে পড়ায় এমন ঘটনা ঘটতে পারে।
মানিক চন্দ্র সরকার আরও জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে যাত্রা করেছে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা