ফেসবুকে উসকানিমূলক ছবি পোস্ট করায় যুবক আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক ছবি পোস্ট করার দায়ে তথ্য ও প্রযুক্তি আইনে মো. সাগর হোসেন নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের মুসলিমপাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. সাগর হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেনের বড় ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বলেন, আটক যুবক মো. সাগর হোসেন তার ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে সাম্প্রদায়িক উসকানি দিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল চেক করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় সাগর হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মো. সাহাদাত হোসেন টিটো।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক