বাগেরহাটে পুলিশ-জেএমবির গোলাগুলি : আটক ৪
বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে জেএমবি সদস্যদের ব্যবহৃত একটি ওয়ানশুটার গান, গুলি, ৪টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাসহ চারজনকে আটক করেছে।
এ ঘটনায় জেমবির সদস্যদের ছোড়া হাত বোমায় বাগেরহাট মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল নাজমুল আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আটকরা হলেন, সাতক্ষীরা জেলার বাসিন্দা মো. মোরশেদ আলম (২০), সাইফুল ইসলাম (৩৬), মো. মাসুদুর রহমান (২৪) এবং পিরোজপুর জেলার মো. জহিরুল ইসলাম।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, বুধবার গভীর রাতে সংঘবদ্ধ ওই চার জেএমবি সদস্য শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন আনসার উদ্দিনের চায়ের দোকানে বসে বৈঠক করছে। এমন গোপন সংবাদ পেয়ে বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের দুইটি দল সেখানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশের উপর হাতবোমা ও গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। পরে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৪টি মামলা করেছে বলে পুলিশ সুপার জানান।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর কচুয়া উপজেলার মঘিয়া এলাকা থেকে আরও ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়েছিল।
শওকত আলী বাবু/এফএ/আরআইপি