ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানি সমস্যায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৩ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিউবওয়েলের দুইটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় চরম পানি সমস্যায় ভুগছে সেবা নিতে আসা  রোগী ও এলাকার বাসিন্দারা। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিতেই এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রোগীর আত্মীয়স্বজন ও এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায়, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর রোগী  ও জনসাধারণের ব্যবহারের জন্য তিনটি টিউবওয়েল রয়েছে। যার মধ্যে একটিতে মসজিদের পানি তোলার জন্য মোটর লাগানো আছে। এ কারণে ওই টিউবওয়েলটি রোগী ও সাধারণের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের পশ্চিম পাশের টিউবওয়েলটি ১০ দিন যাবৎ অকেজো। এ ছাড়া মসজিদের সামনের টিউবওয়েলটিও বেশি চাপের কারণে মাঝে মাঝে অকেজো হয়ে পড়ছে। আর এ কারণে চরম দুর্ভোগে পড়ছে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা।  

এ ব্যাপারে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি  সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক তবিবর রহমান জানান, তাদের জানা মতে হাসপাতালের তিনটি টিউবওয়েল।  এর মধ্যে একটায় মোটর ব্যবহর হয়। অন্য দুইটি ব্যবহার হয় রোগী ও জন সাধারণের কাজে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন বলেন, ‘টিউবওয়েল অকেজোর বিষয়ে আমি জানি না। আমাকে এ বিষয়ে কেউ কিছু বলেনি।’

 তিনি জানান, টিউবওয়েল দুইটির মধ্যে একটা পৌর সভার ও অন্যটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী সুনিল বিশ্বাস বলেন, ‘আমাদের কোনো টিউবওয়েল স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নাই। শুক্রবার কমপ্লেক্সের বড় বাবু আমার কাছে ফোন করে টিউবওয়েল মেরামতের কথা বলেছে। তবে ওইসব টিউবওয়েল মেরামতের দায়িত্ব আমাদের নয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এবিএস