ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ দিনের রিমান্ডে রসরাজ

প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৩ নভেম্বর ২০১৬

ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র করে পোস্ট করার অভিযোগে গ্রেফতার রসরাজ দাসের (৩০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তার রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র করে ছবি পোস্ট করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় দায়েরকৃত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার রসরাজ দাসকে দুপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে তোলা হয়। পরে পুলিশ তাকে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক সুলতান সোহাগ উদ্দিন রসরাজের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রসরাজের বিরুদ্ধে আইসিটি আইনে নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন সুমন বাদী হয়ে গত ২৯ অক্টোবর মামলাটি দায়ের করেন।

গত ২৯ অক্টোবর রসরাজ দাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কাবা শরীফের উপর শিবমূর্তি বসিয়ে একটি ছবি পোস্ট করেন। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় শনিবার দুপুরেই রসরাজকে আটক করে নাসিরনগর থানা পুলিশ।
 
আজিজুল সঞ্চয়/আরএআর/এবিএস