ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১০:০৮ এএম, ০৩ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী মিলু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শাহজাহান উত্তর সোনামতি গ্রামের ফয়জুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন ধরে আনছারডাঙ্গী গ্রামের সেন্টু মিয়ার সাথে জামাল উদ্দিনের ১১ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ওই জমিতে ধান কাটতে যায় সেন্টু মিয়ার লোকজন। এসময় প্রতিপক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল এহসান রিপন/আরএআর/পিআর