ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

প্রকাশিত: ১১:২১ এএম, ০৩ নভেম্বর ২০১৬

বগুড়ার ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে যুবক রেজাউল করিমের (৩৬) বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

রেজাউল করিম ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামের আলিম উদ্দিনের ছেলে এবং ধর্ষিতা কিশোরীও একই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, নিত্তিপোতা গ্রামের হতদরিদ্র পরিবারের বাক-প্রতিবন্ধী মেয়ের বাবা দিনমজুর ও মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।

বৃহস্পতিবার সকালের দিকে ওই কিশোরীর মা তার মেয়েকে নিয়ে নিত্তিপোতা গ্রামে নুর মোহাম্মাদ বেনুর বাড়িতে ঝিয়ের কাজ করতে যান। দুপুর ১২টার দিকে কাজের ফাঁকে জরুরি প্রয়োজনে তিনি মেয়েকে গৃহকর্তার বাড়িতে রেখে নিজ বাড়িতে আসেন।

এদিকে, একই গৃহকর্তার বাড়িতে দিনমজুরের কাজ করছিলেন রেজাউল করিম। এসময় গৃহকর্তা বেনুর বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনমজুর রেজাউল করিম বাক-প্রতিবন্ধী কিশোরীকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণ করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রেজাউল করিম।

ওই কিশোরীর মা জানান, ঘটনার পরপরই বিষয়টি গ্রামের মাতব্বরদের জানানো হয়। কিন্তু ঘটনার পর থেকে রেজাউল করিম পলাতক থাকায় গ্রাম্য মাতব্বরা বিচার করতে পারেনি। এ কারণে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এআরএ/পিআর