ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ টাকার চালে অনিয়ম : আ.লীগ নেতার ডিলারশিপ বাতিল

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ নভেম্বর ২০১৬

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালে ব্যাপক অনিয়মের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে আওয়ামী লীগ নেতার ডিলারশিপ বাতিল করেছে প্রশাসন। একই সঙ্গে ডিলারের কাছ থেকে সাড়ে সাত টন চাল উদ্ধার করে ২৫০ জন কার্ডধারীকে দুপুরে বুঝিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে প্রশাসনের এক জরুরি বৈঠকে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব।

স্থানীয়ভাবে জানা যায়, চুমুরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ শাকিল সিকদারের নামে নির্ধারিত ১০ টাকা দরে চালের ডিলারশিপ ছিল। তিনি অক্টোবরের নির্ধারিত সাড়ে সাত টন চাল উপজেলা খাদ্যগুদাম হতে উত্তোলন করেন।

ডিলার রিপন আহম্মেদ শাকিল দরিদ্র কার্ডধারীদের মাঝে বিতরণ না করেই বিদেশে গমন করে। এতে করে কার্ডধারীরা বিক্ষোভসহ প্রশাসনকে লিখিত অভিযোগ দেন।

এআরএ/এবিএস