ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাদিরাবাদে এসএম ব্যারাকের উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৩ নভেম্বর ২০১৬

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার কোরের ছয়তলা আধুনিক এসএম ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবনটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মাদ শফিউল হক।

এ সময় কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল হাবিবুর রহমান খান, ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোশফেকুর রহমান উপস্থিত ছিলেন। পরে কনফারেন্স কক্ষে বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন সেনাপ্রধান।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর