ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরের নতুন ওসি আবু জাফর

প্রকাশিত: ১২:২১ পিএম, ০৪ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকা পুলিশ পরিদর্শক মো. আবু জাফর।

শুক্রবার সন্ধ্যায় তাকে নাসিরনগর থানায় পদায়ন করা হয়েছে। তিনি পুলিশ লাইনে সংযুক্ত থাকার আগে জেলার আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ছিলেন।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে নাসিরনগরে হিন্দু পল্লীতে দুস্কৃতিকারীদের চালানো তাণ্ডবের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহারের দাবি উঠে।

পরে বৃহস্পতিবার দুপুরে ওসি আবদুল কাদেরকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/এবিএস