ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৪ নভেম্বর ২০১৬

ঢাকা থেকে নিখোঁজের চার দিন পর মোখলেছুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ মানিকগঞ্জের ঘিওর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি এলাকা থেকে অর্ধগলিত ওই মরদেহ উদ্ধার করা হয়।

গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মোখলেছুর রহমান নিখোঁজ হন। তিনি কারওয়ান বাজার এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসাব কর্মরত ছিলেন।

মোখলেছুর রহমানের ভাগ্নে নজরুল ইসলাম জানান, তার মামার বাড়ি জামালপুর জেলার পলাশ ঘরে। মোখলেছুর রহমান ঢাকার কাওরান বাজারে একটি চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট ফার্মে কম্পিউটার  অপারেটর পদে চাকরি করতেন।

ঘিওর  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বি.এম খোরশেদ/আরএআর/এমএস