ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় মন্দিরে আগুন দেয়ার সময় আটক ১

প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৫ নভেম্বর ২০১৬

নেত্রকোনা পৌর শহরের সাতপাই একতা-সংঘ কালী মন্দিরে আগুন দেয়ার সময় সুমন ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সপোর্দ করেছে স্থানীয়রা। শবিবার সকালে এ ঘটনা ঘটে। আটক সুমন নরশিংদী জেলার বাসিন্দা।

সদর সার্কেলের পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, আশেপাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হতে পারে। সে এর আগেও ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় এমন ঘটনা ঘটিয়েছিল। তার পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। আরো জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে।

এদিকে, একতা-সংঘ কালী মন্দিরের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার জিসু বলেন, লোকটিকে আগুন দিতে দেখে তার কাছে গেলেও সে আগুন দেওয়া বন্ধ করেনি। এসময় আশপাশের লোকজনকে ডেকে তাকে ধরে পুলিশে খবর দেয়া হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জাগো নিউজকে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ, র্যাবসহ গোয়েন্দা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। অব্যশ্যই এটি চক্রান্ত ও পরিকল্পনামাফিক হলে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জাগো নিউজকে জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নেত্রকোনা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। ব্যক্তিটি মানসিক ভাবে ভারসাম্যহীন। সে এর আগেও পার্শ্ববর্তী জেলার নানন্দাইলে এমন ঘটনা ঘটিয়েছিল।

কামাল হোসাইন/এফএ/এমএস