ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশে প্রাণ-আরএফএল ও ফায়ার সার্ভিসের উদ্যোগে মহড়া

প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৫ নভেম্বর ২০১৬

নরসিংদীর পলাশে শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঘেড়াশাল প্রাণ-আরএফএল পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসকের পক্ষে এডিসি মো. মাহবুব হাসান শাহীন।

Narsingdi
 
অনুষ্ঠানে অগ্নিবলয় সৃষ্টি, ভিকটিম উদ্ধার, ঘরে অগ্নিনির্বাপক, আটকে পড়াদের উদ্ধার, অ্যাম্বুলেন্স ব্যবহার পদ্ধতি ও ভূমিকম্প মোকাবেলায় করণীয় বিষয়ক ঘণ্টাব্যাপী নানা মহড়া প্রদর্শন করা হয়। সর্বশেষে পাঁচতলা উঁচু বিল্ডিং থেকে রশি বেয়ে জাতীয় পতাকা নিয়ে ফায়ারম্যানরা অবতরণ করেন। ডিসপ্লে পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান।

Narsingdi

ডিসপ্লে শেষে নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি কামরুল আশরাফ খান পোটন এমপি, এডিসি জেনারেল মো. মাহবুব হাসান শাহীন ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

Narsingdi

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার কমান্ডার শামসুল আলম মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা খাতুন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফ হক শরীফ, জেনারেল ম্যানেজার মো. মোস্তাক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ ও ম্যানেজার এডমিন মো. কামাল হোসেন শেক।

সঞ্জিত সাহা/এফএ/এবিএস