ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১০:২০ এএম, ০৫ নভেম্বর ২০১৬

পূর্বশত্রুতার জের ধরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে অহিদ মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে আলাল মিয়া (৫০), লতিফ মিয়া (৪৯), নজরুল ইসলাম (৬০), মো. আলী (৩৫), মাসুদ (৪০) ও মজনু মিয়াকে (৪২) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ইকন মিয়া (৪৮) ও বুলবুল আহমেদকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবের রসুলপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিলো। সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কিপিং বাড়ির নেতা ফজলুল হকের বাড়ির লোকজনকে নোরার বাড়ির গোষ্ঠীর নেতা মুসলিম মিয়ার নির্দেশে স্থানীয় চকবাজারে যেতে প্রতিদিন বাধা দেয়া হয়। দীর্ঘদিন ধরে এই নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবারও চকবাজারে যাওয়ার সময় কিপিং বাড়ির কয়েকজনকে মারধর করা হলে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাটি শনিবার মিমাংসার কথা থাকলেও নোরার বাড়ির লোকজন সকালে অতর্কিতভাবে কিপিং বাড়ির লোকজনের বাড়িতে হামলা চালালে এ ঘটনা ঘটে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় নিহতের পক্ষের লোকজন প্রতিপক্ষের ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজীবুল হাসান/আরএআর/এবিএস