ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরাঞ্চলে কম্পিউটার ল্যাব করা হবে : তারানা হালিম

প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ নভেম্বর ২০১৬

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, চরাঞ্চলকে প্রযুক্তির দিকে এগিয়ে নিতে একটি করে কম্পিউটার ল্যাব করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের বেছে বেছে ও তালিকা করে প্রত্যেককে একটি করে ঘর দেয়া হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের নাগরপুরে খাষশাহজানী এমএ করিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১২২ কোটি টাকা ব্যয়ে চৌহালীতে যমুনা নদী ভাঙন রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘরে বিদ্যুতের অভাব তাদের প্রত্যেকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে সভায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা খোরশেদ আলম বাবুল, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম উইলিয়াম ও বিশিষ্ট সমাজসেবক আইয়ুব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি