ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ১০:৩২ এএম, ০৬ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জের ভৈরবে নাশকতা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব-উল আলম আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় অপর ৭ জনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, বিএনপি নেতা হারুন মিয়া, শহীদ মিয়া, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সানাউল হক সিরাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আল মাহমুদ আফজাল, শ্রমিক নেতা লোকমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জনি, রাকিব হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউসার মিয়া, বিএনপি নেতা লিটন মিয়া, মোবারক ও কামাল মিয়া।

জেলা জজকোর্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রয়ারি মাসে ১৪ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোসহ নাশকতা মামলায় ভৈরবের বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে পৃথক চারটি মামলা হয়। এসব মামলায় ১৯ পলাতক আসামি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত ৭ জনকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নূর মোহাম্মদ/এএম/পিআর