১২ লাখ জাল টাকাসহ আটক ১
দিনাজপুরের বীরগঞ্জে সাড়ে ১২ লাখ জাল টাকাসহ মো. শওকত হোসেন সটেক (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব।
রোববার বেলা ২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাটে অবস্থিত স্বপ্ন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. শওকত হোসেন সটেক উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরটঙ্গী গ্রামের মো. ওসমান গণির ছেলে।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর খুরশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাটে স্বপ্ন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে ব্যাগভর্তি কম্পিউটারে ছাপানো জাল সাড়ে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রতিটি ১ হাজার টাকার নোট। এ সময় দোকানের মালিক পালিয়ে যেতে সক্ষম হলে তার সহযোগীকে আটক করা হয়েছে। এ চক্রের মূলহোতা দোকান মালিক একই এলাকার মো. আফতাব আলীর ছেলে খাদেমুল ইসলাম তুহিন (৩৩) পলাতক রয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/এবিএস