লক্ষ্মীপুরে যুবদল নেতা গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. নজরুল ইসলাম (২৬) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত ১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নজরুল উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং একই এলাকার মৃত শহিদ মাস্টারের ছেলে। ঘটনার পর আহত তিন গোয়েন্দা পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার জানান, রাতে একাধিক মামলার আসামি যুবদল নেতা নজরুলকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে পালেরহাট এলাকায় পৌঁছলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পাল্টা-পাল্টি গুলি বিনিময়ের সময় পালানোর চেষ্টা করলে নজরুলের পায়ে গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন