কলমাকান্দায় গির্জার পাশ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের চেংনী শনিবারী গির্জার পাশ থেকে সোমবার ভোরে স্থানীয় বাসিন্দা আব্দুল মমিনের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, স্থানীয়রা কলমাকান্দা উপজেলার উত্তর গোড়াগাও গ্রামের বাসিন্দা আব্দুল মমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ চেংনী শনিবারী গির্জায় পাশ থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পর থেকে সীমান্তের ঐ এলাকায় বিজিবিসহ পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার কারণ সর্ম্পকে এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।
কামাল হোসাইন/এফএ/এবিএস