ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলগাজীতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

ফেনীর ফুলগাজী উপজেলা কৃষকলীগের সভাপতি ওসমান আলী (৬০) ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে করেছে সন্ত্রাসীরা।

সোমবার  বিকালে ফুলগাজী উপজেলার উত্তর বৈরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রফিক নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটায় বলে আহত ওসমান আলী জানিয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে ইসমাঈলও  গুরুতর আহত হন।

আহতদের প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের আশংকাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।   

ফেনী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অসীম কুমার সাহা জানান, আহতদের শরীরে কোপের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ ফেলে ব্যবস্থা নেয়া হবে।

জহিরুল হক মিলু/এএম/পিআর