বাংলাদেশকে বাঁচাতে হলে আ.লীগকে বাঁচাতে হবে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। জাতীয় নির্বাচনের আর মাত্র দুই বছর বাকি। তাই এখনই জনগণের দ্বারে দ্বারে হাজির হতে হবে। মানুষের সঙ্গে আচরণ ভালো করতে হবে, তা না হলে সরকারের সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে।
সোমবার বিকেলে ফরিদপুর শহরের বদরপুর মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় থাকতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। ব্যানার, বিলবোর্ডের নাম ও ছবি মুছে যাবে, কিন্তু জনগণের হৃদয়ে নাম লেখাতে পারলে সে নামই স্থায়ী হবে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ অঙ্গ ও এর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে ওবায়দুল কাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
এর আগে সেতুমন্ত্রী সভাস্থলে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা নবনির্বাচিত দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় যোগদান করতে সেতুমন্ত্রী ফরিদপুর হয়ে গোপালগঞ্জ যাচ্ছেন।
এস.এম. তরুন/এআরএ/পিআর