ফেসবুক প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কলেজ শিক্ষক আটক
সিরাজগঞ্জের বেলকুচিতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় কলেজ শিক্ষক আব্দুল ওয়াদুদ (৩৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যায় বেলকুচি ডিগ্রী কলেজের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল ওয়াদুদ বেলকুচি ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায় দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের কটূক্তি লিখে নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন। বিষয়টি বেলকুচি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনের নজরে আসে। এরপর তারা তাৎক্ষণিকভাবে প্রভাষক আব্দুল ওয়াদুদকে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রভাষকে আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বেলকুচি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ বাদী হয়ে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি