সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পাঁচ জেলে
ফাইল ছবি
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পাঁচ জেলে।
১৫ দিন আগে ট্রলারযোগে মাছ ধরতে যান পরানপুর ও বাউখোলা গ্রামের ৯ জেলে। আবহাওয়া খারাপ থাকায় নিন্মচাপের ফলে ঝড়ের কবলে পড়ে গত শুক্রবার তিনটি ট্রলার সাগরে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৯ জেলের মধ্যে চার জেলে প্রাণে বেঁচে ফিরলেও ৫ জেলে নিখোঁজ হন।
ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন জাগো নিউজকে জানান, তারা দুটি ট্রলারে মাছ ধরছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যায়। এসময় নিরঞ্জন, শ্যামল, রাম প্রসাদ সাঁতরে তীরে আসতে পারলেও ট্রলার মালিক তপন অধিকারী, তমেজ উদ্দিনের ছেলে হাসান আলী, নারাণ অধিকারীর ছেলে পিন্টু অধিকারী, বিমল অধিকারীর ছেলে বাসুদেব অধিকারী ও সন্তোষ অধিকারীর ছেলে শ্রীপদ অধিকারীকে পাওয়া যায়নি।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বলেন, নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সবশেষ অবস্থা জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস