ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত : দুই বখাটের কারাদণ্ড

প্রকাশিত: ১০:১৫ এএম, ০৮ নভেম্বর ২০১৬

জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত ও এক ছাত্রীর বাবাকে মারধরের দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকার দুই বখাটে যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম  জামাল আহম্মেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিপ্লব হোসেন (২২) ও বাচ্চু মিয়া (২২)।

সোমবার দুপুরে বামন্দী-নিশিপুর এলাকায় জেএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে দণ্ডিত দুইজনসহ  চার বখাটে। এসময় তাদের বাধা দেয়ায় এক ছাত্রীর বাবাকে মারধর করে তারা। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে বাচ্চু ও বিপ্লবকে আটক করে পুলিশ। দণ্ডবিধির ৫০৯ ধারায় তাদেরকে দোষী সাব্যস্থ করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গাংনী থানা পুলিশের সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য বখাটেদের আটকে পুলিশ চেষ্টা করছে।

ফারুক হোসেন/আরএআর/আরআইপি