লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন
লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলুকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাবলু রাদাপুর গ্রামের হাবিব উল্লাহর (আজগরের) ছেলে।
ইউনিয়ন যুবদল সভাপতি আবু সৈয়দ পিন্টু জানান, বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ তিনি। মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাবলুর মুখে পিস্তল ঢুকিয়ে গুলি করে হত্যা করেছে।
লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরজাহান বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন