ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৩

প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সদরসহ ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মিজানুর রহমান মিজান জাগোনিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জাগোনিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে জানান তিনি।

বিএ/এমএস