মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড
মেহেরপুরে অস্ত্র মামলায় সোনারুল ইসলাম (৩০) নামে এ ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গাংনী উপজেলার বামুন্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৮ আগস্ট রাতে গাংনী র্যাব ক্যাম্পের উপ-পরিচালক ইয়াকুব আলীর নেতৃত্বে র্যাবের একটি দল বামুন্দি গ্রামের সোনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বসত ঘরে তল্লাসি চালিয়ে একটি বিদেশি তৈরি নাইন এমএম পিস্তল উদ্ধার করে।
পরদিন র্যাব-৬ গাংনী ক্যাম্পের উপ-পরিচালক বাদী হয়ে অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষের আইনজীবী একেএম শফিকুল আলম মামলা পরিচালনা করেন।
এমএএস/এবিএস