ঝালকাঠিতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ : নেই পর্যাপ্ত ওষুধ
নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রচণ্ড শীত পড়ছে। এতে ঠাণ্ডাজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার জনসাধারণ আক্রান্ত হচ্ছে বেশি। পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। মঙ্গলবার ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা মধ্য বয়সী গৃহবধূ মালতি জানান, কয়েকদিনের বৃষ্টি ও রাতে শীত পড়ায় জ্বর, সর্দি ও কাশি হয়েছে। এ জন্য ডাক্তারের কাছে এসেছেন।
রিনা বেগম জানান, ঠাণ্ডা লেগে হাঁচি ও মাথা ব্যথা হয়েছে। আলেয়া বেগম জানান, শীতে হাত-পা কাঁপুনি দিয়ে ওঠে। ওজু করে নামাজ পড়তে কষ্ট হয়। বুকে ব্যথা হয়েছে তার।
আলো রাণী এসেছেন তার এক বছরের কন্যা শিশু পায়েলকে নিয়ে। পায়েলের জ্বর ও সর্দি হয়েছে বলে জানান আলো রাণী।
সন্ধ্যা রাণী জানান, সর্দি ও শরীর ব্যাথা হয়েছে তার। সেই সঙ্গে গ্যাসটিকের চাপও বেড়েছে। ডাক্তারের কাছে এসেছেন ওষুধ নেয়ার জন্য। কিন্তু এখানে পর্যাপ্ত ওষুধ না ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পার্থ হাওলাদার জানান, কার্তিক মাসে চৈত্র মাসের মতোই গরম পড়েছে। এর মধ্যে হঠাৎ করে তিন দিনের টানা বৃষ্টি। বৃষ্টির ফলে এসেছে শীত। যার ফলে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। সাধ্যমত চিকিৎসা দিচ্ছি। রোগী ও রোগ মারাত্মক হলে সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি। তবে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় এখানে যা আছে তাই দিচ্ছি। বাকিটা বাহিরের ফার্মেসি থেকে রোগীদের কিনতে হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালেও একই অবস্থা। হঠাৎ শীত শুরু হওয়ায় ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকেই রোগীরা আসতে শুরু করেছে। চিকিৎসা সেবা দিতে দায়িত্বরত চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এখানে নারী ও শিশু রোগীর সংখ্যা ছিলো পুরুষের চেয়ে অনেকটাই বেশি।
ঝালকাঠি সিভিল সার্জন (সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক) ডা. আব্দুর রহিম বলেন, মৌসূম পরিবর্তনের কারণে আবহাওয়ারও পরিবর্তন হয়েছে। এসময়ে ঠাণ্ডাজনিত রোগ যেমন- সর্দি, কাশি, মাথা ব্যাথা, বুকে ব্যাথা ও জ্বর আসতে পারে। ওষুধ সেবনের চেয়ে নিজেরা সচেতন খাকতে পারলে বেশি ভালো হয়।
ওষুধ সঙ্কটের বিষয়ে তিনি বলেন, ওষুধ আসলে রোগীদের দিয়েই শেষ হয়।আবার চিঠি লেখি ওষুধ আসে। মাঝখানের সময়টায় রোগীদের ভোগান্তি হয়।
আতিকুর রহমান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে