নরসিংদীতে ছাত্রদলের সমাবেশ পুলিশি বাধায় পণ্ড
নরসিংদীতে পুলিশি বাধায় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশি হামলায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া ও শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ চৌধুরী সুমনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি অভিযোগ করেন, জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালীন পুলিশ অকারণে অতর্কিত হামলা করে। এতে কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দলীয় কার্যালয়ে শান্তি পূর্ণ বিক্ষোভ সমাবেশে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে জেলা বিএনপি আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক কার্যালয়ে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দিয়ে ন্যাক্কারজনক হামলা চালিয়ে সরকার স্বৈরাচারী এরশাদকেও হার মানিয়েছে।
সজ্ঞিত সাহা/এএম/এবিএস