মন্দিরে মূর্তি ভাঙচুরের সময় যুবক আটক
মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মন্দিরে মূর্তি ভাঙচুরের সময় হৃদয় নামে এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার ভোরে উপজেলার পাইকপারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ওই এলাকার উত্তম বৈরাগীর বাড়িতে লক্ষ্মী নারায়ণ মন্দিরে সুকৌশলে ঢুকে তিনটি মূর্তি ভাঙচুর করে ওই যুবক। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে হাতেনাতে হৃদয়কে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।
আটক হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি মূর্তি ভাঙচুরের সময় তার সঙ্গে আরো দুই যুবক ছিলো। তারা পালিয়ে গেছে।
সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জাগো নিউজকে জানান, আটক হৃদয়ের কথাবার্তা অসংলগ্ন। সে কার সঙ্গে অথবা কীভাবে কুমিল্লা থেকে সাটুরিয়ায় এলেন, তা তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দারা।
বি.এম খোরশেদ/এফএ/পিআর