গাইবান্ধায় কোচ-পিকআপ সংঘর্ষে যুবক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের (৩৮) এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ পান্থপাড়ায় পৌঁছলে বগুড়া থেকে আসা রংপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হন। এছাড়া আরও পাঁচজন আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহত যুবককের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, শ্যামলী পরিবহন ও পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
জিল্লুর রহমান পলাশ/এফএ/পিআর