ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে দুর্নীতিবিরোধী কার্টুন প্রর্দশনী

প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রর্দশনী করেছে সনাক ও টিআইবি।

বৃস্পতিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এই চিত্রাঙ্কন এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রর্দশনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জামালপুর সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিবন্ধীসহ ৫টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও বিভিন্ন সময়ে টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আঁকা দুর্নীতিবিরোধী কার্টুন শহিদ মিনার চত্বরে দিনব্যাপী প্রর্দশনী করা হয়।

চিত্রাঙ্কন ও কার্টুন প্রর্দশনী অনুষ্ঠানের আলোচনা সভায় জামালপুর সনাকের সভাপতি এ এ কে মাহমুদ হাসান দারার সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি শামীমা খানম, সনাক সদস্য সুকুমার চৌধুরী স্বপন, অধ্যাপক মীর আনছার আলী, অধ্যাপক আব্দুল হাই, অধ্যাপক কায়েদ উদ জামান, চিত্রশিল্পী বিশ্বজিৎ সোম, মোজাম্মেল হক, ফারজানা মাহমুদ, টিআইবির এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান নোমান, অপূর্ব ভট্টাচার্য প্রমুখ।

এমএএস/আরআই